রাজামেহার ইউনিয়নে এবার ১ম উন্মুক্ত বাছাই, ভাতা মিলবে শতভাগ

১১নং রাজামেহার ইউনিয়ন পরিষদে এবারই প্রথম উন্মুক্ত যাচাই-বাছাই শুরু করবে উপজেলা সমাজ সেবা কার্যালয়। আগামী ০৯-০৩-২০২০ ইং তারিখ  রোজ সোমবার এ উন্মুক্ত যাচাই-বাছাই কার্যক্রম করা হবে । এতে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার উপকারভোগীর কেউই আর বাদ পড়বে না। এ নতুন পদ্ধতির মাধ্যমে এবার শতভাগ উপকারভোগী ভাতা পাবে। আর এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত উপজেলা ব্যবস্থাপনা সমাজ সেবার কর্মকর্তা আবু তাহের স্যার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও বিদ্যমান নীতিমালা অনুযায়ী নতুন উপকারভোগীদের ভাতা প্রদানের লক্ষ্যে এ উন্মুক্ত পদ্ধতিতে যাচাই-বাছাই করা হবে। এভাবে উন্মুক্ত যাচাই-বাছাইয়ের ফলে কেউ বাদ পড়ার সম্ভাবনা নেই, শতভাগ উপকারভোগীই ভাতা পাবে।